কতসুন্দর সুরা ফাতেহার অর্থ !
লিখেছেন লিখেছেন নুসরাত জাহান ১৫ জুন, ২০১৪, ০৩:০৩:৫৪ রাত
" প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি নিখল বিশ্ব –জাহানের রব, যিনি পরম দয়ালু ও করুণাময় প্রতিদান দিবসের মালিক ৷ আমরা একমাত্র তোমারই ইবাদাত করি এবং একমাত্র তোমারই কাছে সাহায্য চাই, তুমি আমাদের সোজা পথ দেখাও, তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ, যাদের ওপর গযব পড়েনি এবং যারা পথভ্রষ্ট হয়নি "
বিষয়: বিবিধ
১৩৪২ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ আমাদের সুরা ফাতেহার অর্থ বুঝার তওফিক দান করুন।
সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (সুরা আল-মাইদাঃ ৫:২)
কত সুন্দর কথা আল্লাহ পাকের "সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (সুরা আল-মাইদাঃ ৫:২)" আল্লাহ আমাদের মান্য করার তওফিক দান করুন।আমিন।
মন্তব্য করতে লগইন করুন